79e96a68-04e8-4aed-80de-aade4ab4ec0d.jpg

মানবতার সেবায় গোল্ডস্যান্ডস গ্রুপ

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়া গোল্ডস্যান্ডস গ্রুপ এর অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই সম্প্রতি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী প্রয়োজনীয় বাজার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। কুরআনের হাফেজ ও শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য এক পরম তৃপ্তির বিষয়। আমরা বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সুন্দর সমাজ নির্মাণে ভূমিকা রাখবে। তাদের শিক্ষা ও জীবনযাত্রায় সামান্য সহায়ক হতে পেরে আমরা গর্বিত।আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা।দ্বীনি শিক্ষার পথকে আরও সুগম করা।সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো।। গোল্ডস্যান্ডস গ্রুপ সবসময় মানুষের কল্যানে এবং দেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Event Image Gallery

Schedule Meeting

Download PDF

Close X